কিছুটা কথা বলার ছিল বাকি,
কিছুটা গোপন, কিছু ফাঁকি।
আমি স্বপ্নের তুলি দিয়ে
তবু জীবনের ছবি আঁকি।


এখানে জীবনের মেলা বসে,
কিছুটা গড়ায়, কিছুটা ধসে।
ছেঁড়া পাতার মতো, ছেঁড়ে
তবু, এঁটে থাকে কষে!


কিছুটা পাওয়া, বাকিটা হারানোর ভয়,
কিছুটা দ্বিধা, কিছু সংশয়।
আমি ঘুমে অচেতন, তবু
আমার আমি জেগে রয়।