চেনা রাস্তায় চেনা মুখগুলি
হঠাৎ থমকে যাওয়া পথের ধূলি
আজ মনে পড়ে,মনে পড়ে ভীষণ,
চেনা মেঠোসুর,চেনা গ্রামগুলি
চেনা মানুষের শত চেনা বুলি
আজ তাড়া করে ফেরে আমায় সারাক্ষণ,
চেনা হারমোনি,চেনা গ্রামোফোন
চেনা কাশফুলে হারানো সে মন
চিনতে ইচ্ছে করে না আর এখন।


চেনা কংক্রিট,চেনা পরভৃত
চেনা কণ্ঠে ভুলে যাওয়া গীত
মনে পড়ে সারেগামা'র সুর,
চেনা হাতের চিরচেনা ছোঁয়া
চেনা যানজট,চেনা কালো ধোঁয়া
স্মৃতিগুলো আজ বেদনায় বিধুর,
চেনা জীবনের বয়ে চলা ঘানি
চেনা স্বপ্নের অচেনা হাতছানি
সিন্ধুর মাঝে দুর্দিন পথ বন্ধুর।