সাগরতীরে অযত্নে পড়ে থাকা এক নুড়িপাথরের কাছে জানতে চেয়েছিলাম, তোমার কি নোনাজল হয়ে সাগরের সাথে মিশে সাগর হতে ইচ্ছে করে না?


সে আমাকে হেসে জবাব দিয়েছিল, ইচ্ছে করলে আমি সাগর হতে পারতাম। কিন্তু অনুভব করার মতো আরেকটা সাগর তো পেতাম না! আরও কিসব বিড়বিড় করছিল। আমি সেসব শুনিনি।


সেই থেকে আমি পাথর হতে চেয়েছি। পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে কঠিন পাথর। যেন সাগরকে সবচেয়ে বেশি অনুভব করতে পারি।


কিন্তু আমার ধারনা ভুল ছিল। নুড়ির বলা শেষ কথাগুলো ছিল, সাগর সব পাথরকে বুকে টেনে নেয় না। সে তাকেই টেনে নেয় যে আকারে অনেক ক্ষুদ্র কিন্তু হৃদয় আকাশের ন্যায় প্রশস্ত। সে পুরো হৃদয় দিয়ে সাগরকে আলিঙ্গন করতে চায়।


আমার মনে হলো, যেন ছোট্ট নুড়িপাথরগুলোই একেকটা সাগর।


০৯.১০.২০২২
রামপুরা, ঢাকা