যে সন্ধ্যে হলে পুব গগনে খুঁজে বেড়ায় চাঁদ
জোছনা পোহাতে বাড়িয়ে দেয় কোমল দুটি হাত,
পাহাড়ের কষ্ট বোঝে, পাখির শোনে গান
নদীর সাথে কথা কয়, স্রোতে পাতে কান।
যার চাহনিতে সূর্য হাসে, শীতল করে মন
মায়ামাখা হাসিতে হয় সুখের আগমন,
যে জানে ভাগ বসাতে দুখে-সুখে, নিজের হোক বা পরের
একটু আধটু ডাক্তারিও, কাশি হোক বা জ্বরের!
একটু রাগ, একটু আদর, একটু অভিমান
মন্দ হয় না একটু যদি সাধতে জানে গান।
চায়ের সাথে খবরের কাগজ, বারান্দায় বসে
যুক্তিতর্ক হতেই পারে, দুয়ে-দুয়ে পাঁচ কষে!
ক্রিকেটে বাংলাদেশের ফ্যান হওয়াটা মাস্ট
মনটা হবে নিট অ্যান্ড ক্লিন উইদআউট ডাস্ট।
যদি কভু দেখা হয় এমন কনের সঙ্গে,
বলে দিও ছেলে ভালো, বাস করে এই বঙ্গে!