তবে কি আর জাগিবে না বন্ধু
সাজিবে না রণসাজ,
এইভাবেই কি শোষণ চলিবে
শোষক করিবে রাজ?


ওদের হাতে বন্দুক, রাঙা চোখ,
কিন্তু দুচোখ জুড়ে ভয়,
তবুও কি জাগিবে না তুমি,
কাটিবে না সংশয়?


ওরা ফুলের জবাবে গ্রেনেড ছুঁড়েছে,
আঘাত করেছে বুকে,
পাহাড়সম আঘাত জমেছে,
আর কত রাখবে টুকে?


যদি তোমার হইতে ছিনাইয়া লয়
তোমার বাঁচিবার অধিকার,
তবুও কি জাগিবে না তুমি,
জাগিবে না তুমি আর?


তোমার তরে সারাপাড়া জেগে
কখন তুমি জাগবে,
সহিষ্ণুতার মুখোশ ছেড়ে
এবার কি তবে রাগবে?