হে রত্নাভরণ কথিকা,
জালিকী ভ্রম রূপ সরল তম কেশে,
কোথায় চলেছ ভিন মায়াদেবী বেশে।


হে চপল চঞ্চল হরিণী,
চোখে লাগিয়েছ কাজলের ছাপ,
মোর বুকে লাগিছে প্রেম দীর্ঘ তাপ।


হে সানন্দা কৌরবী,
মৃদু হাস্যে, করিছ বৃথা চেষ্টা,
বাড়িছে শুধু প্রীতি তেষ্টা।


হে মাধুর্য জাহ্নবী,
চাইবো তোমার পানে,
হৃদয় তবু ডেকে আনে।


আমার মন মন্দিরে তুমি জালিছ ধূপ গন্ধী,
কথা কব না তোমার সনে, এই মোর সন্ধি।
জ্বালিয়ে ভীষণ প্রণয় শিখা,
হৃদয়ে তোমার নাম লিখা।
দোলাচলে করিছ আমার কলিজা হলো ছাড়,
কেন বিভাবরী, করিছ তুমি এমন অবসর পার।


দেখা হবে কোনো বিকেলে তোমার আমার সনে,
উলু হইবে, বাজিবে শাঁখ, আমি বর তুমি কনে।