কিছু কিছু রাত হাসতে শিখায়,
নতুনত্বের সাথে বাচতে শিখায়।
কিছু শিখায় হঠাৎ থমকে,
কোকিলের ডাকে খুব চমকে,
হারিয়ে যেতে নীল দমকে।


কিছু কিছু রাত কাদিয়ে ফেলে,
হয়ত বা তাহাকে ভুলে,
কিংবা জড়াতে কন্ঠ নীলে,
অপার অশ্রু এসে মেলে।


রাতের কি দোষ তাই তো বলি,
পথ হারায়েছি, তাই, সঙ্গে না চলি।
করিনি বরণ, বৃথা প্রাণপণ,
করোনি চেষ্টা, করিতে আপন।


দোষ কেন করি তোমায় আবার?
এত লেখা ছিল ভাগ্যে আমার।
ছা পোষা মানুষ, নই সুরুপুষ,
রুপে তোমার হারিয়েছি হুশ।


বেদনা ছিল মোর কপালে,
তাই তো তুমি হারিয়ে গেলে,
বাহির কিংবা অন্তরালে,
জমাট রক্ত বুকে মেলে!


শূন্যতার পরিচিতি দীর্ঘশ্বাসে,
হিংসার পরিচিতি পরিহাসে।
আনন্দের পরিচিতি উচ্ছাসে
আর আমার? ভালোবেসে!