আজ আসিবে সে মুহূর্ত খানি, বীনা আনি,
আজি বাজিবে সকল অঙ্গারে ভরা সফল প্রণয় বাণী।
হে কামিনী লতিকা, তব নেত্রচয়নে করিছ মোরে ঘায়েল,
বীনার চেয়েও সুমধুর ছন্দে পায়ে পরিছ পায়েল।
শুভ্র সে মলিন হস্ত, কুলটা নারী করে আরস্ত,
মনিকা আর নাক ফুলে, সৌন্দর্য তার অস্ত।
সন্ধ্যামালতির ন্যায় নিবিড় কেশের ছোঁয়া,
চলে মনের আপন নিবিড় খেয়া।
কভু দেখার সাধ জাগে,
এই ধরা ধামে, পৃথিবীর অনুরাগে,
কিংবা, কোনো সে জোছনায়,
তোমার আমার লাল নীল আঙিনায়।


কভু লভিবে কি আপন রঙে আমায়?
প্রণয় কাব্যের দীর্ঘ ডাঙ্গায়,
নব পল্লবে হিল্লোল তুলিয়ে— বসন্ত পরশে বন শিহরে।
কী জানি কোথা পরান মন     ধাইছে বসন্তসমীরণে,
শুধাক্ত মনের পূর্ণতা সম,
তুমি কি ভালোবাসো, মম?