হরিণীর চপল পায়ে, লাল অয়েত্রী দীর্ঘ গায়ে,
হিমন্যায় শীতল সে নয়ন।
অল্মবুসা- অপ্সরা আলোপা, ওষ্ঠ, সেতো উৎপলিণী
প্রতিপাদে করি উপাসন।
কিন্নরী ছিলে তুমি, যেন ঝিলম ঊর্মি
চারু লতা-দেহাবসান।
যৌবনে জাহ্নবী, গুনে উর্বি, ভাবে পূরবী
জিগীষায় এ মন,
শোনিত চক্ষে সে অলক্ষ দৃষ্টি
সেথা তোমার বিচরণ।
ক্ষণিকের পথচলা, সপ্ত সুরে কথা বলা
আত্মহারা আকর্ষণ!
তব সে পাশার তরী, বনিতা বিভাবরী
কুলটা অপনয়ন।


হে প্রদন্ন, অবতার হও মম রূপে
প্রেমানন্দে গ্রহণ করি তাকে, স্বরূপে।
বিনা তারে, হবে মোর দেহাবসান
লভিতে চাই সে রূপ, করিব অমিয় সুধা পান।