আদরের অপেক্ষার ক্ষণ টুকু বিষণ্ণ প্রিয়র ছোট্ট ভুলে
এক আকাশ অভিমান মেঘ হয়ে উড়ে যায় আকাশে
কতশত কথারা ছোট ছোট অনুভূতির মিলনের সাক্ষী
তবু কেমন নিঃসঙ্গতার চুপচাপ সরে যাওয়ার রাত্রি!!
আমাদের কথাগুলো অবিরত বলে যায় ভালোবাসি
ছেড়ে যাওয়ার ক্ষণ জুড়ে নেমে আসে চাপা কান্না
প্রিয়ার হাসির টোল মাঝে অব্যক্ত কথার বুনন
এই বুঝি দূরত্বে সরে ভালোবাসার ভালো থাকার ক্ষণ!!
আমি আসি ফিরে আসি প্রিয়ার আলিঙ্গনের ছায়াতে
প্রতীক্ষায় রাঙা মুখে আহ্লাদী আবদারের প্রতিচ্ছবি
কখনো বা আদরে কখনো বা চুম্বনে জড়িয়ে সবটা
তবুও না পাওয়ার তীব্রতা অন্তরালে থেকে প্রকাশ্যে!!
শূন্য সময় অনেক কাঁদায় অসময়ের ব্যস্ততার বাহানায়
ছুঁয়ে থাকি ছুঁয়ে রাখি এ যেনো অপূর্ণতার সাতকাহন
এবেলার সুখটুকু মধ্যরাতের অস্ফুট যন্ত্রণার উপলক্ষ্য
অজান্তেই আদরের বিনিময়ে রক্তাক্ত হৃদয়ের অপেক্ষা!