আলোকিত ভরসা আজ অন্ধকারাচ্ছন্ন
ধেয়ে আসা কঙ্কাল গুলো বীভৎস ছায়ামূর্তি
এক'পা দু'পা করে গিলে নিচ্ছে আলোটুকু!!
চোখের জলের কতটা সাধ্য ধুয়ে নিবে যন্ত্রণা!
গতকাল যেখানে সুখের পায়রার উড়াউড়ি
আজকের সকাল সেখানেই ঘোর অমানিশার!!
আর্তনাদের প্রকাশটুকু নীরবতার ছায়াতলে
বলি বলি করেও অস্ফুট কষ্টের রঙ মাখায়
ভালোবাসার ছটফটানি অসহায় দেয়াল চাহনি!!
খড়কুটো যেন বিশালতার মায়াবন্ধনীর চিরকুট
আহত স্পন্দনে কতশত ব্যথার দ্রুত নিঃশ্বাস
জড়িয়ে শূন্যতার ছায়াহীন নিঃসঙ্গতার মধ্যরাত
চেনা পথে অচেনার অতি নাটকীয় আস্ফালন
মৃত সন্ধ্যায় জোৎস্নার ডুব সাঁতারের প্রলেপ!!
একটা ভেজা রাতের নিস্তব্ধতায় স্বপ্নের শবদেহ
চতুর্মুখী আততায়ীর নগ্ন হাতের বিষাক্ত ছোবল
আরশিতে অনিশ্চিত ভোরের ক্ষতবিক্ষত চিত্রায়ণ
লক্ষী পেঁচার অলক্ষী ক্রন্দনে থমকে বাহারি আলো
পরিশ্রমের ঘাম যখন বিশ্বাসঘাতকতার বিষাক্ত তীর
নব কিরণ আধো আধো ভোরের ছায়ার অপেক্ষায়!!!