ভুল সময়ে তোমার আগমন-


এখন আর তোমায় ভেবে মন
আকাশে মিষ্টি কোনো ভোর আসে না
মন-মন্দিরে দীর্ঘ অপেক্ষার কোনো,
হৃদয়-বীণা নতুন কোনো সুর বাঁধে না।


তোমার দেয়া চিঠিগুলো ভাঁজের মাঝে
পড়ার ছলে নয়ন জুড়ে স্বপ্ন আঁকে না,
একটা বিকেল তোমার ছোঁয়ায় প্রতীক্ষার
প্রেমের কোনো ধূসর মরুর তৃষ্ণায় ডুবে না।


এখন কেবল জীবন আমার,বাস্তবতার-
কঠিন স্রোতে একা একাই ভেসে বেড়ায়,
দিন শেষে রাতের বুকে নির্জনতায় আঁখি
ছোঁয়া নোনাজলে নতুন ব্যথার কাব্য সাজায়।


এই আমি যে তোমার ছিলাম সে কথাটি
শুকনো পাতায় ভাসে অভিমানের নীল জলে,
সব চাওয়ার হয় না কোনো নরম সুখের-
আজন্ম তীর্থের সুখ কথার সত্য যাপন।


এবেলা শুধু আঁধার কুড়ায় একটু যদি আলো খুঁজে পায়!