আজ দেখো কথারা ছুটি নিয়েছে বিষণ্ণ হবে বলে,
মন আজ চঞ্চল বেসামাল প্রিয়ার অপেক্ষায়
কোনো ক্লান্ত পথিক পায়ে হাঁটা থামিয়ে একাকী
জলের ঢেউয়ের বুকে চাপা কান্নার নিশ্চুপ আর্তনাদ!!
তোমার তুমিতে হারিয়ে সকল কাব্যের কথামালারা
যেখানে নিমন্ত্রণ শ্রাবণের ঘন কালো মেঘপুঞ্জের,
সঙ্গী আরো ঐ বিশাল আকাশের শূন্যতার রংধনু!
তোমার দু'ফোঁটা সোহাগের জল ছোঁয়া ধ্বনি মাঝে
চিৎকারের প্রতিধ্বনি তে কম্পমান-"তুমি আমার"
হাত বাড়ালেই পোড়া ক্ষণের ভয় কেমন চকচক
পূর্ণাঙ্গ কবিতা রচিত হয় দহন জ্বালা পাশ কাটিয়ে!
শব্দের অণুতে অণুতে প্রেয়সীর নিঃশ্বাসের স্পন্দন
মেয়ে তুমি আজ অভিমানী হও তোমার মতো করে-
অযুত লক্ষবার তোমার অভিমান ভাঙানোয় মত্ত রবো!!