-কেমন আছো
-আমিহীন কেমন কাটছে এখন তোমার সকাল সন্ধ্যা রাত!
-জানো কি,হেমন্ত যাই যাই করছে,
তোমার প্রিয় ঋতু শীত কেমন আগমনী বার্তা দিচ্ছে
-ঘন কুয়াশায় হেঁটে যাবে আমাদের অতীতের কিছু সুখ
-মনে পড়ে, কখনো এমন ও কুয়াশায় চাঁদর
এ মুখ ঢেকে তোমার থরথর কাঁপুনি!
-আমি তো হেসেই খুন তোমার ঐ মুখের পানে চেয়ে
-তুমি না বড্ড ছেলেমানুষি করো, কখনো কি ভালোবাসতে শিখবে না!
-এখনো বর্তমান,তোমার হাসির শব্দ যেন কানে কানে কিছু কয়
-কি খুব ভাবছো তো আমায়,আমি কি খুব দূরে,
স্পর্শে পাওনা আমার নিঃশ্বাসের শব্দ;
কখনো তোমায় ছেড়ে এই আমি কি একাকী শিশিরে পা ভেজাবো!
লক্ষীটি কখনো আড়ালের আড়াল হবে না তুমি!
-যেন তন্দ্রা কেটে সহসাই আমি ভোরের আলোয় তোমায় হারিয়ে খুঁজি!
-তোমার ওখানে এখন কি খুব ঠান্ডা পড়ছে?
-তুমি তো নিজের যত্ন নেওয়াটাও ভুলে যাও,
শেষবার ঠান্ডায় খুব কষ্ট পেয়েছিলে। মা
ঝে মাঝে আমার জন্য হলেও তোমার নিজের
প্রতি একটু খেয়াল রাখা কি যায় না!!
-তোমার জন্য গাঢ় নীল রঙের একটি মাফলার বুনছি,
জানি না কখনো তোমায় দেয়া হবে কি!!
-কতোদিন তোমার জন্য একটি ভালোবাসার কবিতা লেখা হয়নি
এখন আর সে খবর ও তোমার নেয়া হয় না।
- মনে আছে, শেষবার আমি কোনো ভাবেই কবিতা লিখবো না
কিন্তু তুমি এমন ভাবে চেয়ে রইলে আর বললে- নীল,
লিখে দাওনা একটা শুভ্র ভালোবাসার হৃদয়কাব্য!!
-আজ কেন খুব মনে পড়ছে তোমায়!!তুমি কি ভালো আছো?
-চোখটা ঝাপসা হয়ে আসছে
-পিছনে ফিরে তাকাতেই নেমে আসে
অমাবস্যার একরাশ অন্ধকারের যুগল হাসি,
-সত্যি ভালোবাসি ভালোবাসি!!!