কখনো মুনিয়ার সাথে দূর তেপান্তরে হারিয়ে যাও!
কখনো বর্ষায় একাকী,অপেক্ষায় হাত বাড়াও;
আহা ভেজা মাটির ঘ্রাণ!খালি পায়ে হেঁটে চলা
ছাতা টা দমকা বাতাসে এক ঝটকায় মাটিতে লুটোপুটি
সে কি হাসির উচ্ছাস; হঠাৎ থেমে তাকিয়ে থাকা
অন্তর ছোঁয়ায় আন্দোলিত,ঠিক তখন ই দমকা বৃষ্টি
ভিজে যাওয়া হয় দুটি মনের-এক জলের ধারায়!!
বলি শুনছো, হাত টা একটু ধরবে-
অনেকদিন তোমায় ছুঁয়ে দেখা হয়নি!!
অভিমান গুলো জমতে জমতে-পাহাড় চূড়ায় যেন দগ্ধ,
চোখ বুজে যায় ভালোবাসার আহ্লাদে;
বারণ করো না, ভিজবো আজ এমন বর্ষায়!!
শুনবো না কোন নিষেধ, শুধু ভেসে যাবো মন সোহাগের
তুমুল ছোঁয়ার অবাধ্য বর্ষার লুকোচুরি আলিঙ্গনে!!