কিছু শুয়োর আমাদের রক্ত-মাংস খুবলে খুবলে খাচ্ছে
আর আমরা তার তামাশা দেখছি নির্লজ্জের মতো
আমাদের মস্তিষ্ক আজ গলিত দুর্গন্ধময় স্বার্থপর
নিজের হয়নি ভেবে পৈশাচিক আনন্দে নিরাপদ
ভাগ্যিস ঐ সময় সেখানে ছিলাম না এই তো জীবিত
হৃৎপিণ্ডে হাত দিয়ে দেখ শুয়োর,নরকেও আরো সুখ
ব্যথা পাবে বলে জীবনে সন্তানকে একটা থাপ্পড় দেয়নি
আজ তুই অবলীলায় ঐ ঘাতক চাকাটায় পিষিয়ে দিলি
আমার আদরের সন্তান বলতে পারলো না কতোটা
যন্ত্রনায় ছটফট করতে করতে নিষ্ঠুর পৃথিবীকে বিদায় দিলো
যে মাথাটা দিন শেষে আমার বুকে পরম মমতায়
আবদারে আহ্লাদে ডুবে থাকতো ভালোবাসায়
সেই মাথাটা অনায়াসে থেঁতলে দিলি শুয়োরের দল!
পাপিষ্ঠ তোদের ধ্বংস হয় না নর্দমার গলাচিপায়
আমাদের গলিত মস্তিষ্ক শুধু তিরস্কারের মালা পরায়
পারেনা তোদের শুয়োরের চামরাগুলো ছিঁড়ে নিতে
আকন্ঠ কষ্টের চিৎকার তোদের জন্য কোনো বার্তা হয়না
আর্ত চিৎকার আমার সন্তানের "মা বাঁচাও মরে যাচ্ছি"
আমাদের রক্ত ক্ষরণ আমাদের নিস্তেজ করে দিচ্ছে
বারবার উচ্চঃস্বরের সেই চিৎকার অভিশাপ দিয়ে যাক
মরে গেছি তবে তোদের মৃত্যুর কোনো পরিচয় চাই না
ধিক্কার তোমায় হে স্বদেশ, যেখানে আমাদের মতো করে
বাঁচার অধিকারটুকু দিলে না,পুড়ে যাক সব পুড়ে যাক!!