জড়োয়া সুখে বিক্ষিপ্ত ডিঙি নৌকা
একবার ভালোবাসার সুতো কেটে গেলে
বিনার তারে কোনো সুর হয় না
আসছে আকাশ শুধু বর্ষায় কাঁদে
অনুভূতিরা নির্বাসনে যায়
ফেরার পথে খানা-খন্দের বাড়াবাড়ি!
অথচ কখনো এখানে পরম ভালোবাসায়
সূর্যাস্তের নরম রোদ আলিঙ্গনে
দুঃখ গুলো আড়াল করে জোৎস্না হতো;
হয়তো ফিরবে নক্ষত্র গুলো মধ্যরাতে
শুধু ছায়াছবির গল্প অলিখিত যন্ত্রণার
দীর্ঘ পাতার পাণ্ডুলিপি হবে!!