-হ্যালো
-তুমি, তুমি কেন ফোন করেছো?
-কিছু বলার ছিল
-একটু বের হবো
-কোথায় যাচ্ছ?
-বইমেলায়
-কার বই কিনবে?
-তোমার
-কেন
-সেখানে তুমি খুব যত্ন করে আমার দুঃখ
কে কবিতা করে ছাপিয়ে দিয়েছ, তাই নিজের
দুঃখটাকে খুব কাছ থেকে ছুঁয়ে যাবো।
-দেখবো, আমার পাওয়া দুঃখ নিয়ে তুমি কেমন
কালজয়ী কবিতা লিখলে, তাতে কি আমার অশ্রু
গুলো তোমার কবিতার দাঁড়ি, কমায় ভিজে কোনও
এক অনন্ত অপেক্ষার দুয়ারে নিভৃতে গুমরে কাঁদছে কিনা!
-ওপাশ থেকে ফোন কলটা কেটে গেলো মাধবীর অজান্তেই!!