এভাবে পর করে দিতে হয়
আকাশটা তো আমার ও ছিলো
তবু তোমার নামের ঘুড়িটাই কেন ঐ আকাশে!
মিথ্যে ঈর্ষার অনলে পুড়ছো জানি
বাহ্যিক আলোয় ধূসর চিঠি খোলা যায় না
এক রাজ্য ঘর পোড়া অভিমানে নিখোঁজ বিজ্ঞপ্তি!
চোখ মেলে চেয়ে দেখো সেদিনের সেই আকাশ
শীত কুয়াশা পেরিয়ে কৃষ্ণচূড়ার রঙ্গে রঙ্গিন
প্রতীক্ষা বড্ড অচেনা ছিলো-কেন চেনালে আমায়!
বলি,সবটা তো তোমারও জানা ছিলো
মৌন ছবি এখন কাঠগড়ার স্বাক্ষী
ইচ্ছের দুয়ারে তো কখনো যাবজ্জীবন সাজা লেখা ছিলো না!