তুমি আমি কতো দিন অচেনা
পথ ধরে হেঁটে যাই না,মনে পড়ে-
সেই কবে বর্ষার জল রঙে এঁকে
ছিলাম ভালোবাসার জল ছবি!


চলো হেমন্তের মেঠো পথ ধরে
হেঁটে যাই অজানাকে সঙ্গী করে
যেখানে সর্ষে ফুলের গালিচায়
কিছু সুখ মেখে দেবো!


রঙিন প্রজাপতি হারাবে ছোট্ট
সুখের নীল নীলিমার সমীরণে
সবুজ ঘাস যেন স্পর্শের বার্তা
বহনে জীবন্ত মৌন কথন!!


অলস নদীর পাড়ে চুপচাপ
দুজনার মুখোমুখি নীরব চাহনি
আঁখির কোণে লুকোনো প্রশ্ন
বারবার উত্তরের খোঁজে জল ছোঁয়া!


একফালি চাঁদের আলোর পরে
দুজনের অপেক্ষার নীরব প্রহর
এ যেন হেমন্ত রজনীর গায়ে
ভালোবাসার একান্ত নীল চাঁদর!!