চারিদিকে ঝিঁ ঝিঁ পোকার শব্দ ,
রাতে পৃথিবীটা নীরব নিস্তব্দ।
এই নীরব সন্ধিক্ষণে ,
তোমাকেই বার বার পড়ছে মনে।
তুমি হয়তো রয়েছ বহুদুরে ,
তবুও তুমি যেন মোর অন্তরে।
এই মন শুধু তোমাকেই ভাবে ,
জানেনা জীবনে কি সে তোমাকে পাবে ।
সূর্য কে ঘিরে যেমন চন্দ্র থাকে ,
তেমনি তুমি রয়েছ আমার বুকে।
হয়তো কল্পনাতেই তুমি রয়ে যাবে ,
এভাবেই মন হয়তো তোমায় কাছে পাবে।
কখনো তুমি দেবেনা আমায় ব্যাথা ,
হাত ছুঁয়ে আজ তুমি দাও সেই কথা ।
পরে নাও আজ এ বুকের ভালবাসার মালা ,
নিভিয়ে দাও যত দুঃখ কষ্ট আর না পাওয়ার জ্বালা ।