একদিন সব ছেড়ে অজানাকে সাথী করে চলে যাবো
কোন দিনও আর ফিরবো না তোমাদের শহরে
অনেক জমানো ব্যথা বুকে নিয়ে আড়াল হবো
শহরের সব কোলাহল কে পিছনে ফেলে সময়ের সকল স্মৃতি মুছে দিয়ে ।


কখনো মনে করবো না তোমাদের এই আবর্জনা শহরকে
যে শহর আমার থেকে আমার জীবনটাকে কেড়ে নিয়েছে
ঘৃণা ভরা এই নষ্ট শহরটাকে আর আঁকড়ে বাঁচতে চাইনা
বুকের ভেতরটা ধীরে ধীরে জ্বলে জ্বলে নিঃশেষ হচ্ছে ।


আর নতুন করে এই বোবা শহরটাকে আপন করবো না
খুব নিরাপদ ভেবেই এই শহরের বুকে আমার বিচরণ
আজ এই শহর আমাকে একরাশ যন্ত্রণা উপঢৌকন দিলো
এই শহরেই আমার শৈশবের বেড়ে উঠা কৈশোরের চঞ্চলতা ডানা মেলা ।


সেই শহরটাই আজ আমাকে অন্ধকারে নিমজ্জিত করে দিলো
শহরটা আমাকে যতটুকু দিয়েছিলো তার বেশি কেড়ে নিলো
চেয়েছিলাম শহরটার মাঝে নিজেকে যৌবন পেরিয়ে মধ্যবয়সে দ্বিধাহীন পা ফেলতে
শহরটা বড়ই স্বার্থপর আমার সব স্বপ্ন ঝড়ের মতো দমকা হাওয়ায় উড়িয়ে নিলো  ।