সেদিন গিয়ে ছিলাম মাঠে
         দেখে এলাম খেলা,
মাঠ জূড়ে বসে ছিল
         হাজার মানুষের মেলা।
কত রঙে সেজে ছিল
         খেলা পাগল মানুষগুলো,
অনবরত বেজে যাচ্ছিল
         হাতে থাকা রঙিন বাঁশিগুলো।
মাঠ থেকে ভেসে আসছিলো
         তামিম মাশরাফিদের নামের জয়ধ্বনি,
বাংলার এগার বাঘের হুংকারে
         নাস্তানুবাদ হচ্ছিলো অসহায় পাকিস্তানি।
সাকিব সাব্বিররা কাঁপিয়ে দিচ্ছিল মাঠ
         তাতেই কাবু হচ্ছিলো আফ্রিদি গুলরা,
বাংলাদেশের বিরুদ্ধে এত চেষ্টা করেও
         পাকিস্তানিদের জয়টা থেকে গেলো অধরা।
বাংলাদেশ বাংলাদেশ গগন বিধারি চিৎকার
         বিজয়ের উল্লাসে পুরো মাঠ প্রকম্পিত,
বাড়ি ঘর ছেড়ে সবার বিজয়ের উদযাপন
        মিছিলে মিছিলে ছেয়ে গেলো পুরো রাজপথ।
বাংলার দামাল ছেলেরা দেখিয়ে দিলো বিশ্বকে
        ভয় নাই সামনে আসুক যত বাধার পাহাড়,
করবো সব বাধাকে জয় বুকে সেই প্রত্যয়
        সাবাস বাংলাদেশ এগিয়ে যাও ভয় কিসে আর।