অল্প কথায় হলো বলা
       অনেক কথার মূল,
একদিন সবাই খুঁজবে
       নিজের নিজের কুল।


পেছন থেকে ডাকবে যখন
         পাপী রাজ্যের দল,
তখনতো আর থাকবেনা
         নিজের শক্ত বাহুবল।


এক এক করে দিতে হবে
          সকল পাপের হিসাব,
কেউতো তখন আসবেনা
        আর করতে কোন ভাব।


এই জীবনে করেছ তুমি
       যতখানি ছোট বড় পাপ,
হিসাব তোমায় দিতেই হবে
     থাকুক যত নামিদামি বাপ।

কত মায়ের বুক করেছো
       তোমার গুলিতে খালি,
তোমার রক্তে রাজপথ
     একদিন মাখাবে ধুলোবালি।


আস্তাকুরে থাকবে পড়ে
           কেউ দেবেনা উকি,
হাসবে সবাই দাঁত কিলিয়ে
            বলবে আরে একি।


এই সেই নষ্ট মানুষ
          যার ছিলোনা ভয়,
কত খুন করলো সে যে
        আজ তার এই পরাজয়।


ভাবতো যদি আমিও তবে
       একদিন মরিব নিজের ভুলে,
তবে কি আর থাকতো
          পাপ এই ধরা তলে.........।।