ঐ আকাশের চাঁদ যতটা দূরে,
ততখানি তুমি রয়েছ সরে।


ঐ পাখিদের কলতান যতটা মধুর,
তেমনই মিষ্টি তোমার সুর।


ঐ রাতের আঁধার যতখানি কালো,
তেমনই অন্ধকারে আমার দুঃখগুলো।


ঐ নদীর বুকে যতটা অশান্ত ঢেউ,
ততটা অশান্ত হব তোমার হলে অন্য কেউ ।


ঐ রংধনুর রং যতটা স্বপ্ন রঙিন ,
সেভাবেই তোমাতে আমি হবো বিলীন।


ঐ ফুলের মাঝে যতটা স্নিগ্ধ সৌরভ মুগ্ধতার,
তেমনই স্নিগ্ধতায় হারাতে চাই ভালোবাসায় তোমার ।


ঐ চিঠির ভাঁজে ভাঁজে যেমন লুকানো গোলাপ,
তেমনই লুকানো তোমার আমার ভালোবাসার উত্তাপ।


ঐ নীলিমায় একাকী যেমন আমার পথচলা,
তেমনি ধূসর তুমিহীন আমার সারাবেলা।