প্রতিটা মুহূর্ত  আমার কাছে ভীষণ কষ্টের তুমি হীনা,
আমাকে এভাবে বেঁচে থাকতে হয় মুছে দিয়ে সব ভাবনা।
  
যা কখনো আমার ভালোবাসার কল্পনার চারপাশেও ছিল না,
এই নির্মম নিয়তির কঠিন খেলা কিভাবে সইবে হৃদয় জানি না।


খুব ভালোবেসে দুজন বেঁধে ছিলাম একটি সুখের ঘর,
ছিলাম দুজনে নতুন সুখের আবীর মেখে ভালবাসায় বিভোর।


কত দিনের লালিত স্বপ্ন আজ দুজন মিলে করেছি পূর্ণ,
হটাৎ কেন তবে আমার জীবনটা হয়ে গেলো শুন্য।


আমার হাতের মেহেদির রং এখনো নীল কষ্টের বর্তমান,
বিধাতা তোমাকে আমার থেকে কেড়ে নিয়ে কি করলো প্রমান।


আমাদের এই সত্য ভালবাসা ছিল এক নয় দুই নয় বারোটি বছর ধরে,
নয় দিনের বিয়ের বয়সে তুমি আমাকে একা ফেলে চলে গেলে দূরে ।


কত স্বপ্ন এঁকে ছিলাম আমাদের দুজনার ভালবাসা ভরা চোখে,
আজ এই চোখ তোমাকে ছাড়া শুধু বিবর্ণ স্বপ্নগুলো ধূসর হতে দেখে।


একটি মৃত্যু আজ কিভাবে আমাকে করে গেলো রিক্ত অসহায়,
তোমার ভালোবাসার স্মৃতিগুলো আমাকে প্রত্যহ নিঃশেষ করে যায়।


তোমাকে হারিয়ে আমি এই পৃথিবীর বুকে আজও বেঁচে আছি,
তোমার রেখে যাওয়া স্বপ্ন নিয়েই দিবানিশি আমি একাকী চোখের জল মুছি।


ভালবাসা তুমি যেন রেখো তোমাকে ছাড়া আমি ভালো নেই,
আমার সমস্ত সুখ মিশে রবে শুধুই তোমার ঐ নিষ্পাপ ভালবাসাতেই।
================================
*** আমাদের বাংলাদেশের একজন তরুন অভিনেতার (সাঈম সাদাত)  প্রতি শেষ শ্রদ্ধা রুপে আমার এই কবিতা লেখা । গত ১২/৫/১৫ ইং তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমান । মৃত্যুর মাত্র ৯ দিন আগে তিনি বিয়ে করে ছিলেন ১২ বছর ভালবেসে ......। আল্লাহ তার আত্মার শান্তি দিক ......। কবিতায় (আমি/আমার) রুপক অর্থে ব্যবহৃত হয়েছে ...।।***