সন্ধ্যার তারাগুলো দূর আকাশে
কেমন যেন ঝাপসা লাগছে,
থেমে থেমে সমীরণ অলস
বৃক্ষগুলোকে প্রাণ দিয়ে যাচ্ছে।

নিভু নিভু প্রদীপের আলো যেন
লাল আভায় বেদনা বইছে,
হৃদয়ের নিস্তব্ধতা ভেঙ্গে কষ্টগুলো
যেন মুখ ফুটে কিছু বলছে।


শহরের কোলাহলে জীবনের
আর্তনাদ যেন ইট পাথরে গেঁথে গেছে,
জীবনের অধরা স্বপ্নগুলো ডেকে
ডেকে সব ক্লান্তির অবসান চাইছে।


বইয়ের পাতাগুলো অবহেলায় ধুলো
মেখে খুব অযত্নে নীরব পড়ে আছে,
ধূসর অতীত যেন ঝাপসা বর্তমানকে
খিল খিল করে মুখ ভেংচি কাটছে ।


বাস্তবতার কঠিন করাঘাতে জীবন যেন
পড়ে পড়ে  যন্ত্রণার স্বাদ নিচ্ছে,
জীবন জানে না অবিরাম ছুটে চলার পর
গন্তব্যের ঠিক কোন সীমানায় যাচ্ছে।


আহত হৃদয় প্রতিক্ষনে নির্মমতার
কষাঘাতে ক্ষতবিক্ষত রক্তাক্ত হচ্ছে,
একমুঠো সুখ যেন জীবন যেকোন ভাবেই
আপন করার নেশায় মত্ত আছে।


অস্ফুট বোবা কান্নার জল হৃদয়ের গভীরে
বেদনার নীল রঙের জলছবি এঁকে যাচ্ছে,
রাতের নিস্তব্ধতায় জীবন তার পরাজয়ের কষ্ট
মুছে দিয়ে নতুন প্রভাতের অপেক্ষায় আছে ।