জীবনের শেষ দিনগুলো মাগো
আমায় বড্ড কষ্ট দিচ্ছে,
তোমায় আবার না দেখেই
আমার এই প্রাণ নিভে যাচ্ছে।


মাগো কখনো চাওনি এই
পৃথিবীতে আমি ছাড়া বাঁচতে,
সেই আমাকেই তুমি পর করে
কিভাবে পারছো থাকতে।


তোমার ছেলের কান্নাগুলো
মাগো কেউতো দেখেনা আর,
এই জীবনে হয়তো তোমাকে
আর দেখা হলো না আমার।


মৃত্যু আজ আমায় করেছে
চিরদিনের তরে আলিঙ্গন,
শুন্য হলো আমার পৃথিবীর
এতদিনের চেনা প্রাঙ্গন।


জানি মরণ আমায় আর কভু
ফেরাবেনা মাগো তোমার কোলে,
নীল কষ্ট নিয়ে না ফেরার দেশে
............ইতি তোমার ছেলে।


*** প্রয়াত নীল চৌধুরী কে উৎসর্গ
করে আমার লিখা কবিতা "ইতি তোমার ছেলে"
শেষ পর্ব আজ প্রকাশ করলাম। নীল ভালো থেকো।
আমরা তোমাকে ভুলবো না ।