খুব ইচ্ছে করছে তোমার হাতটা ধরতে, একটু ছুঁয়ে দিতে
তোমার আঁখি যেন কিছু বলছে আমায়;
এই আঁখির মাঝে নিজেকে হারাই যখন
মনে হয় যেন আমি আর নেই আমাতে -
কী-মিষ্টি তোমার চোখের চাহনি, কী-মিষ্টি টোল হাসিতে
নিশিদিন মগ্ন করে রাখে আমাকে!


প্রিয়া, এত সুখ কেন তোমার পানে চেয়ে থেকে!
কৃষ্ণকালো কেশ যেন রোদের আলোয় জ্বলছে; -
তুমি কি কোনো স্বর্গদেবী, যাকে আমি আমার মতো করে রোজ সাজাই!

প্রিয়া, তুমি কথা বললে আমি আনমনা হয়ে যাই, তুমি কি নেশা?
যে নেশায় বারবার মাতাল হই ভালোবাসতে; -
একটু স্পর্শ কেমন আবেগী করে দেয় মুহূর্তে!


প্রিয়া, আমি প্রতিদিন ডুবে যাই ভালোবাসার ওই স্বপ্নীল পৃথিবীতে
যেখানে তুমি আর আমি একান্ত।
আমার রাজ্য বড্ড ছোট, তবু এ রাজ্যের তুমিই রানী
আর রানীর মনোরাজ্যে আমিই রাজা; -
কোনো কষ্ট যেন ছুঁয়ে না যায় আমার রানীকে।

ও ভালোবাসা!
তুমি কি বুঝতে পারো কতটা ভালোবাসে তোমায় এ মন;
কতটা রোজ স্বপ্ন সাজাই তোমায় নিয়ে, তুমি কি বুঝতে পারো?
হৃদয়ের ডালা সাজিয়ে তোমার ভালোবাসা আজো অপেক্ষায়...


প্রিয়া, একবার ভালোবেসে কাছে এসে বলে যাও; -
প্রিয়, এই যে তোমার কল্পনা আমি দাঁড়িয়ে সন্মুখে তোমার,
হাত বাড়িয়ে দাও,
দেখো, আমরা দু'জন সেই ছোট্ট রাজ্যে আছি স্বর্গসুখ জড়িয়ে....