প্রতারক রাত যেন আজ অগ্নিচোখে তাকায়,
ভাবনার জ্যোৎস্নাজুড়ে যেন বিশ্বাসঘাতকতার অবিরাম রক্তক্ষরণ,
নক্ষত্রের জ্বলজ্বল করা বিমূর্ত আলো যেন শত কষ্টের মাঝে অগ্নিকুণ্ড হয়ে ধেয়ে আসে,
বন্ধন কোথাও যেন পিয়ানোর করুণ সুরে গুমরে মরে।


রাত এত পোড়ায় কেন, কেন ছোঁয়া যায় না আঁখির মাঝে থেকেও!
প্রকম্পিত প্রলয়ের ঘনঘটা!
না, না ওই ছুটে আসা নক্ষত্রের আলোর ছটা যেন এ আঁখি ছুঁয়ে না যায়;
বড় অসহ্য আজ এই রাতের নক্ষত্রের তীব্রতা,
জ্যোৎস্নাজুড়ে যেন আজ বিশ্বাস ভাঙ্গার শব্দ,
খুব খুব কানে বাজে আজ সেই শব্দ “আর পারছি না”।


হে পৃথিবী! শুনছো, সত্যি আর পারছি না!
অসাড় চিন্তার কি কখনো মুক্তি হবে না;
হবে না কোনো গগনবিদারী চিৎকার –
বলবে না রাত যত সব শান্তিদাহী অগ্নিশিখা প্রশ্রয় নে এই বুকে?
সমস্ত রাত যেন বুকের শুকতারা হয়ে পুড়িয়ে যায় সব,
তছনছ করে যায় আগামীর স্বপ্ন-সুখ…