গ্রীষ্মের ঘামছোঁয়া রাতের কাছে সমর্পণ হল কিছু না-জানা শব্দের।


শব্দেরা আজ তাপদাহে পুড়বে, ঘর্মাক্ত হবে, শুষে নেবে বাতাসের নিঃশ্বাস;
প্রকৃতির সাথে মিশবে আজ শব্দের দোদুল দোলা;
কালবৈশাখীর প্রলয়ঙ্করী ছুটে আসা ঘূর্ণিঝড়ের সাথে শব্দের হবে গভীর মিতালী,
প্রশ্রয় পাবে কবিতার এলোমেলো শব্দেরা,
হবে কোন রাতের শেষ না-হওয়া কান্নার সলীল সমাধি।


গ্রীষ্মের তীব্রতায় কবিতা জোয়ারের বুকে পা রাখে,
ধীরে ধীরে শব্দের রিনিঝিনি নুপুরের জ্বালাময়ী রূপে
সমুদ্রের কোল ঘেঁষে ছেয়ে দেয় মৃত পাহাড়ের পরিধী।


কবিতার রক্তচক্ষু নখের আঁচড়ে কালো দাগ এঁকে দেয় শব্দের বুকে,
রক্তাক্ত অসহায় শব্দেরা অস্ফুট লেখনীর ছাপ লেপে দেয় অন্তর দেয়ালে।