তোমার তুমি হয়ে তোমাতে মিশে যেতে-
আজ আমি ভালবাসার পৃথিবী জুড়ে এক নব
উল্লাসের সুখের রাজ্য গড়ে তুলেছি ;


তুমি তার অন্তর, তোমার প্রতিটা স্পর্শ যেন-
সোনার কাঠি রুপোর কাঠির মতো অজানা    
জাদুর ছোঁয়ায় হৃদয়কে মরুভুমির তপ্ততা সরিয়ে
হিমালয়ের বরফগলা জল স্রোতের ঝর্নার রিনিঝিনি
শব্দের প্রলয় তোলা উচ্ছ্বাসের তরঙ্গে ভাসিয়ে নেয়;


অন্তর! তুমি কি বহু আগেই এই হৃদয়ের গভীরতা
নির্জনে একাকী ছুঁয়ে ছুঁয়ে গেছো, তুমি কি কল্পনার সবটা
জুড়ে তোমার তুমিকে আমার মাঝে বিলীন করেছো;


তোমার প্রতিটা পায়ের শব্দ আজ ভীষণ বর্তমান;
তোমার হাসির ঐ মাদকতায় মন দিনরাত মোহিত
তুমি কি কখনো স্বপ্নের সব গুলো দুয়ার পেরিয়ে
আমার দুয়ারে পা রাখবে না;


দেখ কতোটা যত্ন করে ভালবাসার ঘর তোমার জন্য রঙ্গিন করা;
ঘরের প্রতিটা দেয়ালে তোমার ভালবাসার জীবন্ত লেপন-
কত প্রতিক্ষার ক্ষণ পেরিয়ে তোমাকে বরণ করে নেয়ার
হৃদয়ের সেকি বিশ্রাম হীন ভালবাসার মৌন আয়োজন;


অন্তর! বাড়িয়ে দাও তোমার হাত দুটো আর জড়িয়ে নাও  
তোমার তৃষিত ভালবাসার অপেক্ষার প্রহর পেরুনো
প্রতিক্ষার ভালবাসার রুপালি মানবীকে!