টুকরো টুকরো জীমৃত মাঝে স্বপ্নের ভেলা,
দোল খাওয়া কাশফুলের সে কি উচ্ছ্বাস!
শিউলি যেন নবরূপে যামিনীর বুকে নিজেকে
সমর্পণের আয়োজনে ঝরেছে মৃত্তিকার ‘পরে।
বিভাবরী হাসছে, গগনজুড়ে চলছে শরতের উৎসব;
এ নিশিথিনী লগ্নে আজ জ্যোৎস্নাঘেরা চন্দ্রমেলা।


প্রভায় আরো জেগে উঠবে জ্যোৎস্নার উৎসব;
শুরু হবে যামিনীর অন্তরীক্ষ আলাপন; –
শারদে তনু আজ নিজেকে করবে সমর্পণ,
তাই নীলাম্বরী রাতে তার নিঃশব্দ আগমন;


অনিল যেন দমকা আবির্ভাবের অপেক্ষায়।