অন্যের সাথে যুদ্ধটা খুব সহজেই করা যায়;
ইচ্ছে মতো আঘাত করা যায়, কষ্ট দেয়া যায়,
তবে নিজের সাথে যুদ্ধটা খুব কঠিন,
চাইলেই আঘাতে জর্জরিত করা যায় না হৃদয়কে,
ঐ পোড়া হৃদয় যে আগেই পরাজিত হয়ে আছে;


আঘাতের তীব্রতা যে আর নেয়ার শক্তিটুকু তার থাকে না,
ধীরে ধীরে শ্যাওলার গা বেয়ে গড়িয়ে গড়িয়ে
কখন যে মাটির সাথে সখ্যতা করে নেয়
মাটিও বুঝি আজ আপন করতে চাইছে না ;


যতটুকু কুড়নো পাতায় জলের ছোঁয়া লেগে-
থাকে তার মাঝেও বুঝি অভিশপ্ত কষ্ট তাকিয়ে রয়,
ভেজা চোখের স্বপ্নগুলো বুঝি কান্নার নোনায় ধূসর হতে থাকে;


তবে কেন নোনা ঝরা আঁখির মাঝে স্বপ্ন হয়ে-
শকুনি সুখ গুলো তীরের মুখে আঁচড়ে পড়ে,
বাড়িয়ে দেয়া কাগজের ফুল গুলো কেমন জীবন্ত হতে ছটফট করে;


জানেনা কাগজের ফুলের কখনো জীবন্ত হওয়ার স্বপ্ন দেখতে নেই,
তবু কাগজের ফুল ঐ শকুনি সুখ কে বাস্তব ভেবে যায়।