ঘুম জড়ানো চোখে কুয়াশা সকাল;
ঝাপসা স্মৃতি শুধু অচেতন কিছু আপন
ছিঁড়ে ফেলা বন্ধনগুলো দেয়ালের ফ্রেমে
সাক্ষী যেন কতোটা হেঁটে এলাম এই পদচিহ্ন।


কুঁকড়ে থাকা সত্যগুলো কেবল উঁকি দেয়;
জানলার গ্রিলের ফাঁকে উপহাসের রোদের ছটা
দরজার পেরেকের নীচে চাপা নির্যাতিতার ছায়া
শুধু ফুলদানিটা রোজ নতুন ফুলের গন্ধে বিভোর।


শুকনো কোন কাপড়ের ভাঁজে ভাঁজে বুনো সুখ;
মেঝেতে গড়িয়ে জলের ঢেউয়ে কার প্রতিচ্ছবি
অবশ সকাল অজানা ভয়ে চুনের কৌটায় চোখ
খামচে নিবে ফণা তোলা কেউটের বিষাক্ত লালা।


নিত্য নতুন আসবাবপত্রে ঘরের উদাসীনতা;
পুরনো কি একলাই চলবে ছায়াছবি ছায়াছবি
খিলিপানের রাঙা মুখে বীভৎস সুপারির কামড়
মৃত সমীরণের বিকট শব্দের জীবন্ত আস্ফালন।