ফেরারি আকাশ সাগরের ঢেউয়ের ;
মাঝে রেখে যায় অব্যক্ত অস্ফুট কান্না
কালো মেঘ কষ্ট নিয়ে আঁচড়ে পড়ে-
তীরের বুকে জমে থাকা শুন্যতার পরে।


একলা আমি তাকিয়ে ডুবি বিষণ্ণতায়;
ভাবনা তরী থমকে দাঁড়ায় পড়ন্ত বেলায়
দাঁড়িয়ে থাকা প্রশ্ন কেবল ক্লান্ত কথায়
ঢেউগুলো গর্জনের গভীরে সত্ত্বা লুকায়।


এক সকালে চলে এলাম সাগর পাড়ে;
আমায় কি আর আপন করা তার সাজে
ব্যাথার প্রহর মিশে থাকে মেঘের ভাঁজে
ক্লান্ত সময় এই আমি যে অপেক্ষাতেই।