বাস্তবতা এভাবে আঘাত কেন করে;
প্রতিটা শব্দের সাথে নিঃশব্দের প্লাবন
কেন জীবন থেকে জীবনকে খুঁজি সারাক্ষণ


অস্তিত্বহীন মুহূর্ত গুলো ধূসর জমিনে অপেক্ষায়-


পোড়া চিৎকার যেন ধোঁয়ার আস্তরণে আবদ্ধ;
সময়ের মরীচিকা পিছু নেয় সুপ্ত ক্ষণের হতাশায়
রক্তাক্ত চিত্ত ক্ষতবিক্ষত সূচের তীব্রতার স্পর্ধায়


নিত্য কোলাহল রাতের নিস্তব্ধতায় সমাধিতে-


নয়নে জ্বলে থাকা অশ্রু যেন চকচকে নক্ষত্র;
ধূমকেতু বন্ধন শিকলের বেড়াজালে পরাধীন
মুক্ত বিহঙ্গ স্বপ্ন পরিহাসের শ্যাওলায় ডুবন্ত
সদ্য ফোঁটা  ফুলের পাপড়ি অবেলায় হারায়;


বদ্ধ কেউটের ফনার ফোঁসফোঁস নগ্ন দুয়ার!!!