পথটা চেনা তবু গন্তব্য ঠিকানাবিহীন-
হাজার আলোর মাঝেও অন্ধকারের মিছিল
সম্পর্কগুলো বিশ্বাসের বুকে  সুপ্ত ক্ষরণ
যেন সময়ের  ছবি ঝাপসা হয় হৃদয়পটে;


প্রিয় পথের ক্লান্তি যেন মেঘে ঢাকা প্রহর;
আয়োজনের উঠান মাঝে বিশ্বাস ভঙ্গের ভীড়
চেয়ে থাকে লক্ষী পেঁচা জ্বলন্ত অলক্ষীর চোখে
থেমে যেতে চায় না বলেই উঠে দাঁড়ায় বর্তমান;


আজন্ম আগন্তুক শুধু ভুল পথের দোহাই;
জ্বলতে জ্বলতে নিভে যায় আহত স্বপ্নের প্রদীপ
বোবা দেয়াল ঘিরে বেয়ে উঠে গিরগিটির রং
মধ্য বয়সী কিছু ঝলসানো রাতের পোড়া গন্ধ!


অগ্নি স্পর্শ কেবল বাস্তবের দুয়ারে প্রকাশ্য উত্তাপ-
পরিণামের অপেক্ষায় কিছু ধূর্ত  রঙিন জীবনের
যতটুকু দিয়েছে ঠিক ততটুকু ভোগের হিংস্র উল্লাস
কাতর সময় উপহাসে সত্যি  যোগ্য লীলার উপহার!!!!