তখনো ভোরের আলো আকাশের বুক চিড়ে পৃথিবীর বুকে উঁকি দেয়নি;
সূর্য তার ভালোবাসা নিয়ে মেঘের বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে,
প্রকৃতি হয়তো কিছু ঘটার অপেক্ষায় সমীরণের ঘনঘটা দিয়ে যাচ্ছে;
এমন আলো আঁধারির মিষ্টি আলোয় দুই তৃষ্ণার্ত-
হৃদয়ের ভোরের বুকে চুপিচুপি পাশাপাশি হেঁটে চলা,
সাদা বলাকার দল দেখো কি ভালোবাসার ছোঁয়ায় উড়ে চলেছে,
শেষ কবে দুজন এভাবে পাশাপাশি হেঁটে গিয়েছে
এখন আর স্মৃতিতে তা ছায়া হয়ে আসে না!
ভালোবাসার তীব্রতা বুঝি এতটাও মাতাল হয় ;
এই ভোর না হওয়া মিষ্টি আলোতে সন্তর্পনে
দুজনের কি আবেগী মুহূর্তের নীরব প্রকাশ,
ও চোখ! আজ তুমি আলোতে হারাবে না;
আজ আমি দেখবো তাকে
কতদিন কতরাত কত বছরের অপেক্ষার ক্ষণ আজ বাস্তব!
তুমি আমি আজ মুখোমুখি- দেখো এই আলো আঁধারি আজ
আমাদের তার হৃদয়ের সবটুকু দিয়ে বরণ করেছে;
ভালোবাসা চলনা আজ আমরা দুজন এই আলো আঁধারির মাঝে-
আমাদের তৃষিত ভালোবাসা সমর্পন করে আবার নতুন আলোর পথে হেঁটে যাই,
আমার খোলা চুলের ঘ্রাণের মাঝে তোমার সুপ্ত সুখ গুলো তুমি খুঁজে নেবে!
ভাবনার সুখ দুয়ার গুলো দেখো পুবের আলোর সাথে সাথে কেমন উজ্জ্বল হয়ে গেছে,
তোমার নীরব হাত বাড়িয়ে কাছে টেনে একটি কথা বলা-
বলো কখনো এ হাত ছেড়ে যাবে না ওই দূর নীলিমার মায়ার মতো,
বলো যাবেনা- তোমাতে ওই আলো আঁধারির মাঝে নিজেকে সমর্পন !