হারানো আকাশটা জড়িয়ে কিছুক্ষণ কাঁদবো-
ফিরে যাবো সেই আকাশের বিশালতায়
ভালোবাসার কোনো কমতি ছিলো না;
তবু আকাশটাকে নিজের করে পাওয়া হলো না
ভেতরের আলোটুকু আজ শুধুই জ্বলে আর নেভে
কখনো বলা হবে না আকাশটা ছিল খুব ভালোবাসার-
প্রতিটা স্পন্দন জুড়ে শুধুই আকাশের হারানো স্পর্শ
ভালোবাসা এতোটাও কষ্টের বুকে নীলের ছবি আঁকে;
দূরত্বে যাওয়ার আগে উপলব্ধি গুলো ছিলো না এমন তীক্ষ্ণ
কখনো আকাশ যদি ভুলে যায় এই নীলের স্মৃতি কথা
তবুও ভালোবাসা হবেনা অট্টালিকার বন্দি মরীচিকা;
আকাশের বুকে লিখে যাবো ছোট্ট মনের সুপ্ত কথা
হারাবে না দূর আকাশের জ্বলে থাকা নীল নক্ষত্র !