শব্দহীন আমার রাস্তা জুড়ে-
তোমার হেঁটে চলা কিছু বলে যায়
ছায়ার বুকে কুয়াশার জলছাপ
উঁকি দেয়া মুহূর্ত গুলো চোখ রাঙায়;
কখনো আলোর পিঠে হাঁটা হয়নি
অন্ধকার শুধুই অভিনয়ে মুখ লুকায়
আলোর সবটুকু দিয়ে দিলাম তোমায়
ছায়াটুকু সঙ্গী করে হেঁটে যাবো অবেলায়;
স্বপ্ন গুলো জীবিত হবে না ভাঙা দুয়ার
পড়ে থাকে অগোছালো সাঁঝের উঠোন
ক্লান্ত সুখের নির্বাক দিকহীন অপেক্ষা
বর্ষার জলের রঙ ছোঁয়ার তৃষ্ণার্ত আকুতি;
মেঘ যেন অভিমানে অন্তরের গহীনে বসত
বলে যাওয়া কথার বুকে বেদনার ছায়াছবি
বুঝি বৃষ্টি জলে হবে নীলের ভাবনার বিসর্জন
পোড়া স্মৃতির বুকে কষ্টের জেগে থাকা প্রহর!!!