প্রশ্নের উপর উত্তরের ভাঁজ আর কথার বুকে অপূর্ণতা;
পাওয়ার স্বপ্নে ভোরের ঘুমে মিশে থাকে রাতের ছটফট।
কালকের আমি আর আজকের তুমি দূর থেকে আরো দূর,
শুধু বন্ধনটুকু বর্তমান, পূর্ণতায় ঘিরে থাকে শূন্যতা।  
না পাওয়ার চাদরে ভাবনার তনু, উপহাসের মালা হাতে সন্ধ্যার শিশির।
ডুবে যাওয়া রবির পরে মিশে রয় অব্যক্ত কথামালা,
গোধূলির আড়ালে হারায় যত অপূর্ণতার ভাঁজের নীল খাম।
খুলে দেখা হয়না জানি হবে না এই সন্ধ্যার কষ্টের নীল চিঠি,
এক পাশে জেগে রয় সময়ের নিস্তব্ধতা...।