দুচোখের জলকণা গোনা যায় না;


হয়তো কখনো বুঝবেনা আমার কষ্ট-
নিদ্রাহীন এক একটি রাত কতটা দীর্ঘ
পৃথিবী ঘুমায় শুধু জেগে থাকি আমি
রাতের সাথে দীর্ঘ মিতালী শূন্যতার
হেঁটে চলা পায়ের শব্দে ক্লান্ত প্রহর
সময়ের স্মৃতি জুড়ে ধুলোপড়া মুখ,


ক্ষণিকের অতিথি যখন হৃদয়ের স্পন্দন
ফিরে যাওয়ার ক্ষণে গোধূলীর আবরণ!


তুমি তুমি যেন সন্ধ্যার ঝাপসা ছবি-
ছিঁড়ে গেলো বাঁধনের সবগুলো তার
দীর্ঘশ্বাসের ছটফট তুমিহীন বেঁচে থাকা
ফিরে আসবে ভেবে বারবার ফিরে দেখা;
জানি হবে না কখনো তুমিময় কোনো ভোর
হৃদয় চিৎকার করে বলে যায় তুমি স্বার্থপর!!!