উড়ে চলা প্রজাপতি ভাবনার বাতায়ন-
সঙ্গী কিছু ঝরা ফুল আর দমকা সমীরণ;
এই বুঝি জলের সাথে হবে সময়ের মিতালী
জেগে থাকা রাতের পরে একটুকরো মেঘ
খেয়ালী মনের দিগন্তের কাছে আজন্ম ছুটি;


কত পথ হাঁটছি তবু পথের শেষ কোথায়!


ঘাস ফড়িংয়ের ভাবনাহীন মুক্ত বিচরণ;
জীবনের ছায়াপথ অপেক্ষার জালে বিবর্ন
শুকনো পাতায় মরমর শব্দের আড়মোড়া
পেছনের দেয়াল মাঝে কার জীবন্ত প্রতিচ্ছবি
রংতুলির আঁচড়ে এঁকে যাই বোবা কান্নার মুখ;


যদি ফিরে না আসি ক্ষমা করো গতকালের ভোর
কোন এক মধ্যরাতে নাম ধরে ডেকে নিও শুনছো!


ফিরবে না জেনেও ভুল করে চলে এসো ভোরের কুয়াশায়!!!