তুমি আমি কুয়াশার হেঁটে চলা বিষণ্ণ পথ-
পাশাপাশি কাছাকাছি তবু অদেখা দূরত্ব
স্মৃতি মাঝে উঁকি দেয় অতীতের পোড়া মুখ
ক্রমেই সরছে শিশিরে ভেজা আলেয়ার ক্ষণ;
বাড়াবাড়ি মোচড় নেয় ব্যবধানের পথের বাঁক
কাজলের টিপ জুড়ে লেখা হয় নীল উপন্যাস
ছায়াপথ কেঁপে কেঁপে পাতার পরে ডুবন্ত সূর্য
নিয়মের আগুনমুখী হঠাৎ ই বাতায়নে সমর্পিত
আঘাতের ঘর শুধুই সান্তনায় ধুকে ধুকে জীবিত
শেষ বিকেলের চাহনি প্রমাণ কতোটা প্রশ্নে অস্পষ্ট
আনমনা চেয়ে থাকা জীবনের ঝাপসা মৃত ক্ষণ!
তীব্রতা কমতে থাকা এ যেন বিশ্বাস ভঙ্গের আলোড়ন
সেদিনের মধ্যদুপুর জ্বলছে অবিরত হৃদয় মাঝে
পড়ে থাকে নীরবে কবিতায় লেখা কিছু নির্বাক কথন
অনুভূতি ভাড়া যায় ও পাড়ার রৌদ্র ছোঁয়া উঠোনে
আলো ছায়া সবই স্তব্ধ এ পাড়ার শুকনো জমিনে!!!