দরজার ওপাশে কার ছায়া-
ঝাপসা নাকি কষ্টের কায়া
ঝড়ের বুকে যদি বিলীন হবি
তবে জমিনের বুকে কেন আঁকা-
রংধনুর সাত রঙের ভেজা আবির!
মৃদু হাসি যেন আহ্লাদের গল্প
থেমে গেল পেছনের দুয়ারের শব্দ
ফিসফিস কোন মধ্যরাতের ভাবনা
চোরকাঁটার অবিরাম আঘাতের চিহ্ন-
এ পথে শেষ কবে হেঁটে গেছি তার,
যন্ত্রণার স্পর্শ মাঝে বাতায়নের ঝাপটা
নব সুখে মাতাল হবি সময়ের ব্যবধান,
মরীচিকা সাদা-কালো, উত্তর শব্দহীন!!!