বৃষ্টি পায়ে হেঁটে এলাম তোমার মেঘের বুকে
ভেজা পায়ে খোলা চুলে বৃষ্টি মেখে প্রেম ছোঁয়ায়
শুনছো কি তুমি, আমি তোমায় ডাকছি- এই প্রেম,
এসো ফাগুনের এই রাত্রি ডোবা বর্ষায় মিশে যাই-
যেমন তপ্ত বালির পরে প্রতীক্ষার বর্ষা জল এক হয়,
তৃষ্ণার্ত পথিক জলের স্পর্শে নব জীবনের স্বাদ পায়।
আজ রাতে ভিজবো দুজন বর্ষার শীতলতা গায়ে জড়িয়ে
এই প্রেম, হাতটা বাড়িয়ে দাও,দেখো ঘন মেঘের মায়াবী
রূপে ধরণীর পরে তুমুল বেগে ছুটে আসার আবেগী ক্ষণ
ভালোবাসার প্রতীক্ষা জুড়ে শুধুই বর্ষার টুপটাপ জল
আমার ভেজা চুলের পরে তোমার নিঃশ্বাসের উত্তাপ
বারণ করোনা আজ বৃষ্টিকে,মাতাল হবো ঝড়ের দোলায়
কম্পনের অবাধ্যতা কবিতার শব্দ হলে আমি বর্ষা হবো
তুমি সেই বর্ষার মোহন বাঁশির প্রেমী বাতায়নের কপাট,
এলোমেলো ক্ষণের মুগ্ধ পরশে মেঘ-জমিনের হৃদ্যতা!!!