ফাগুনের মায়াবী রাতে তোমাতে জড়িয়ে থেকে
পুড়ে গেলাম-শহর দেখলো আগুনের তীব্রতা;


শুধু জানা হলো না আমাদের অগ্নি-
প্রহরের শেষ যাত্রার অমীমাংসিত গল্প,
যে গল্পে রাত পোহানোর তীব্র সুখের আহ্লাদী
ভোরের স্বাগত রবির নরম আদরের স্পর্শ ছিলো!

অস্পষ্ট রঙ তুলিতে ভবিষ্যতের ছাপ চিত্র অঙ্কিত!!


চারিদিকে রাতের নির্জনতার কি বীভৎস
ঘুম ভাঙানি গোঙানির আর্তনাদের ছোটাছুটি;


বাঁচার তাগিদে দিগ্বিদিক অসহায় আত্মসমর্পণ!
অথচ, তুমি আমি আমৃত্যু এক হওয়ার শপথে-
অগ্নি গর্ভে আগামীর আলো জড়িয়ে নির্দ্বিধায়
এক লহমায় নিঃশেষের ঘাতক দহনে সমর্পিত!


আমৃত্যু পাশাপাশি থাকার শপথে পূর্ণাঙ্গ মৃত্যু রচিত!!