কেমন করে পর হয়ে যায়-
ঘরের দুয়ার ঘরের পরে দূর সরে রয়
একটা দূরের নিকষ কালো মেঘ উড়ে যায়
অভিমানের যতো ছবি সব জলছাপের রংতুলি হয়
ধীরে ধীরে এই কাছের সুতোয় চিড় ধরে যায়
এমনতো ক্ষণ ছিলো যা আড্ডা ছায়ায় বিষণ্ণ আজ!


কেমন করে আমরা থেকে আমি হয়ে যায়
সেদিনও তো হাসির মাঝে সুখের কতো আলাপ ছিলো
ছক্কা-লুডুর চাল যেন আজ সর্প ছোঁয়ায় নিমজ্জিত
একবার এগিয়ে গিয়ে পরক্ষণেই নিম্নমুখী
এমন ই ছায়ার মাঝে কেন তবে তাপদাহ!!


কেমন করে বর্তমানে এতো এতো অতীত এলো
সারাবেলার স্নিগ্ধ মায়ায় শকুনি কেউ হাত মেলালো
সহজাত অবাধ্যতা কিসের টানে ঝড় ওঠালো
এ বুঝি সব সময়-খেলা, ইচ্ছে করেই চোখ রাঙ্গালো
শূন্যতাকে উসকে দিয়ে পূর্ণতার গ্রহণ হলো!!!