আমাকে ডেকো না, নিস্তব্ধ রাতের বুকে আজ আমি খুঁজবো
ভাইয়ের রক্তে ভেজা শার্টের গায়ে মুখ লুকিয়ে কাঁদবো !
এ রাতের গায়ে বিজয়ের গন্ধে হায়েনার আজো-
নির্লিপ্ততায় বুক চিতিয়ে বেঁচে থাকা!


রক্ত চায় ওরা আজো আমার- এই স্বাধীন দেশে
আমাকে ডেকো না, আমি হায়েনার মৃত্যু দেখবো
বীভৎস মৃত্যুর কংকাল ভোরে শকুনের চিৎকার !


কেঁদে যাওয়া মায়ের বুকে সন্তানের ফ্রেমে বাঁধা– ছবি হয়ে
আবার নতুন শপথে বাংলার বুকে ফিরবো সালাম,রফিক,
বরকত হয়ে নতুন স্লোগানে !


ছিচল্লিশ বছর পেরিয়ে তবু আজো কেন বিজয়ের-স্বাদ
খুঁজতে হয় পরাজিতের পায়ের তলায় ;
আমাকে ডেকো না, আমি একটি নতুন প্রভাত আনবো ,
ভাইয়ের রক্তের শপথে বিজয় কেতন উড়বে সংকোচহীন !


কেন আজো আমার বীরাঙ্গনা মা পথে পথে কান্নার মিছিল করে
একটু ঠাঁই চায় এদেশের-এক খন্ড ভূমির পরে নিরাপত্তার ভাঙা দুয়ারে!


আমাকে ডেকো না, মায়ের চিৎকারে আজ গগণ মাঝে প্রলয় যুদ্ধ নতুন
পথের রক্তে ভেজা শিকল পরা অসাম্প্রদায়িক বাংলার গণতন্ত্র –
তুমি কবে জেগে উঠবে এই বাংলার আকাশের ঈশাণ কোণে !!!